

গৌরনদী, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো.আহসান উল্লাহ’র অসুস্থ্যতায় ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা তার পাশে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো.আহসান উল্লাহ্ গত সোমবার নিজ বাড়িতে দুপুর সোয়া ১২টায় হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন, এসময় তার পরিজনরা ডাঃ খবর দিলে তার শারীরিক অবস্থ্যা দেখে প্রাথমিক ভাবে মিনিস্ট্রোক হয়েছে বলে ধারনা করেছেন, এবং উন্নত চিকিৎসার্থে তাকে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে বলেন। তার (আহসান উল্লাহ’র) অসুস্থ্যতার কথাশুনে তাকে দেখতে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা সকাল ১১টায় তার বাড়িতে যান। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, সহ-সভাপতি লোকমান হোসেন রাজু, কোষাধ্যক্ষ মো.এনায়েত হোসেন মুন্না-প্রমূখ। মো.আহসান উল্লাহ তার অসুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।