

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নিজ গ্রামের বাড়িতেই মুসলমানদের আত্মত্যাগের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেছেন। রোববার(১০জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস গ্রামে তথ্যমন্ত্রীর পারিবারিক জামে মসজিদে পরিবারের সদস্য, পুলিশ কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে নিয়ে সকাল ৮টা ৪০মিনিটে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করেন তিনি। নামাজের পর মন্ত্রী নিজ পিতামাতার কবর যিয়ারত শেষে তিনি তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ বাড়ির উঠানে পশু কোরবানি দিয়েছেন।
তিনি প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা’র নামাজ নিজ গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাসে এলাকাবাসীদের নিয়ে আদায় করে থাকেন এবং ঈদের খুশি সকলের মাঝে ভাগাভাগি করে নেন। মুলত তিনি তার গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই তিনি ঈদের আগের রাতে ঢাকা থেকে ছুটে যান গ্রামেই।