
সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রান্তিক গ্রাম থেকে শুরু করে উপজেলা শহরের পাড়া মহোল্লায় প্রায় প্রতিটি বাড়িতেই দুই,এক জন করে আবার কোন বাড়িতে পরিবারের সবাই জ্বর, ঠান্ডা ও গলা ব্যাথা সহ নানা বিধি সমস্যা নিয়ে বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকার তথ্য নিয়ে জানা যাই জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই জ্বর, ঠান্ডা, গলা ব্যাথা সহ নানা বিধি সমস্যা দেখা দিতে শুরু করে। বর্তমানে শৈলকুপার বাড়িতে বাড়িতে জ্বর, ঠান্ডায় আক্রান্ত রুগীর দেখা মিলছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, বর্তমানে অতিরিক্ত গরমের কারণে মানুষ বেশি অসুস্থ হচ্ছে। তাই সবাইকে একটু সাবধানে চলাচল করার জন্য অনুরোধ জানান। একই সাথে বলেন যদি বেশি অসুস্থ হয় তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করেন৷ একই সাথে টক জাতীয় ফল মূল ও বেশি পরিমাণ পানি পান করার অনুরোধ করেন।