

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নুরজাহানপুর বে-সামরিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার প্রধান শিক্ষকের বাড়ির দরজার তালা ভেঙ্গে, দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় বাড়িতে কোন লোকজন ছিল না।
বাড়িতে লোকজন না থাকার সুবাদে একটি নীল রংয়ের ডিসকভার-১৩৫ মডেলের মটর বাইক, স্বর্ণের অলংকার, নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। মঙ্গলবার (১২ জুলাই) ঘোড়াঘাট থানার-১৫০ গজ পশ্চিমে কাজীপাড়া গ্রামে এ চুরি সংঘটিত হয়েছে।
চুরি সংক্রান্ত বিষয়ে শিক্ষক আবু তাহের মোঃ মুরাদ বলেন, সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে নওগাঁর আত্রাইয়ে বিয়ের বাড়িতে যান। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে লোক মারফত জানতে পারি তার বাড়িতে চুরি হয়েছে।
তিনি একই দিন সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখে চুরি হয়ে যাওয়া মালামালের বিষয়ে গণমাধ্যম কে বলেন, চোরেরা একটি মটর সাইকেল, আলমারিতে রক্ষিত আনুমানিক ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়ে তিনি ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।