

মোহাম্মদ হোসেন, হাটহাজারীঃ
চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডরফিন উদ্ধার করেছে। বৃহ্পতিবার(১৪ জুলাই) বিকালে ডলফিনটি হালদার নদীর রাউজান উপজেলার দক্ষিণ গহিরা একটি খাল এ দেখতে পেয়ে লোকজন বিষয়টি রাউজান উপজেলা মৎস্য অফিসকে অবহিত করেন। এ নিয়ে হালদা নদী থেকে ৩৬তম মৃত ডলফিন উদ্ধার করেছে বলে জানান হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। তিনি জানান,প্রায় ৮.৫-৯ দৈঘ্য ওজনে প্রায় ১২০ কেজি।ডলফিনটি হালদা নদী থেকে ভেসে দক্ষিণ গহিরা একটি শাখা খাল এ আটকে পড়ে। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যু কারন জানা যায়নি।