
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া উপজেলা রাজানগর ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা ও রাজানগর ৮নং ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক, তুফান আলী চৌধুরীর নাতি মরহুম কাশেম আলী চৌধুরীর পুত্র আব্দুস সালাম চৌধুরী’র আকস্মিক মৃত্যু হয়েছে।
রোববার(১৭জুলাই) দিবাগত রাত সাড়ে ১টার দিকে রাজানগর ৮নং ওয়ার্ড তুফান আলী চৌধুরী বাড়ি তার নিজ ঘরে সে মারা যায় । সে ইসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলার বোনের জামাই।
পারিবারিক সূত্রে জানা যায়- সে রাতে এসে ঘরের সবার সাথে কথা বলে শুতে যান। হঠাৎ তার প্রচন্ড কাঁশি হতে থাকে একপর্যায়ে খাঁট থেকে নিয়ে পড়ে যায় পরে ডাক্তার নিয়ে আসার আগেই মারা যায় বলে জানান। তার পরিবার আরো জানায় সে স্ট্রোক করে মারা গেছে।
গত ৩বছর আগে আব্দুস সালাম চৌধুরী হারিয়েছে ছোট ভাই নুরুল আবছারকে এবং গত বছর হারিয়েছে তার আরেক ভাই আজম খানকে এবং সর্বশেষ বাইক দুর্ঘটনায় হারিয়েছিলেন তার মেজ ছেলে সাকিব চৌধুরীকে। তিনি দুই তিন বছরের ব্যবধানে তার দুই ভাই ও এক ছেলেকে হারিয়ে সে ছিল অধিক শোকে কাতর। আর ছেলে সাকিব চৌধুরী মারা যাওয়ার ৪ মাসের মাথায় ছেলের পাশেই চির নিদ্রায় শায়িত হয়েছেন বাবা আব্দুস সালাম চৌধুরী। সে ছিল মাইজভান্ডারী দরবার শরীফের একজন ভক্ত।
আজ সকাল সাড়ে ১১টার সময় রানীরহাট আল-আমিন হামেদিয়ে ফাজিল মাদ্রাসা মাঠে আব্দুস সালাম চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাযা অংশ নিয়েছেন শতশত মুসল্লীরা। এদিকে তার এমন মৃত্যুতে হাজী রহম আলী রানীর হাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির, রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সহ তৌহিদ মুবিন চৌধুরী সমর্থকগোষ্ঠী গভীরভাবে শোক প্রকাশ করেছেন। নামাজে জানাযা শেষে আব্দুস সালাম চৌধুরীকে বারিয়ারটিলা কবরস্থানে তার ছেলে সাকিক চৌধুরীর পাশেই দাফন করা হয়।