

মোঃ আলমগীর হোসেন :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগে ঈদের দিন রবিবার (১০ জুলাই) সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং কলোনীপাড়ার মোঃ লিয়াকত আলীর ছেলে
নয়ন আলী (২৪)কে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।গুরুতর আহত নয়ন আলী কে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। একইদিন রাত সোয়া ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্য হলে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু হয়।
ঘটনার পর পরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের নিমিত্তে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এবং সদর থানার যৌথ অভিযানে অত্র জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামী রাব্বি(২৫) এবং আলম(২৪) কে গ্রেফতার করে। পরবর্তীতে আসামী রাব্বি এবং আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি গ্রাম থেকে নয়ন হত্যাকারী আসামী আলিম, আজিম ও তাদের পিতা মোঃ সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত আসামী শাহরিয়ার আলম সনু-কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় আটক কৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে হত্যা কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।
অতঃপর আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সদর মডেল থানাধীন ফকিরপাড়া পানির ট্যাংকির উত্তর পার্শ্বে সীমানা প্রাচীর সংলগ্ন লেবু বাগানের ভিতরে মাটির তৈরী সুড়ঙ্গের মধ্য হতে ০২ (দুই) টি চাইনিজ কুড়াল, ০৪ (চার) টি লোহার
কাতা, ০৩ (তিন) টি হাসুয়া, ০২ (দুই) টি তলোয়ার ও ০১ (এক) টি খড়গ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।