

চাঁপাইনবাবগঞ্জ থেকে সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চকআলমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।
শনিবার (৯ জুলাই) সকালে সদর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন চকআলমপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি: শিবগঞ্জ থানাধীন দেবোত্তর বিন্দু পাড়ার মৃত কাসিম আলীর ছেলে রবিউল আলম (২০) একই থানাধীন চক কালীগনর এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে মিজানুর রহমান (৪২)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন নিশ্চিত করে বলেন এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।