
সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী মন্তব্য করেছেন অনেকে রাজনীতি করেন এমপি-মন্ত্রী হওয়ার জন্য। আর আমি রাজনীতি করি সম্মানের জন্য। চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে মাইনষের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।
বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটাইলের আষাড়িয়া চালা শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি কোনো প্রেম করি নাই। আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে। আমি বঙ্গবন্ধুকে দেখে রাজনীতিতে এসেছি। তা না হলে আমি রিকশাওয়ালা হতাম, গরুর রাখাল হতাম। যত দিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব।
তিনি বলেন, সবকিছুর দাম কিন্তু বেড়েছে। আমি বিএনপিকে দেখতে পারি না। বিএনপি খালি সরকারে যেতে চায়। চালের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রলের দাম বাড়ল, সবকিছুর দাম বাড়ল। কিন্তু এ নিয়ে একদিন বিএনপিকে রাস্তায় শুতে দেখলাম না।
তিনি আরও বলেন, মানুষ হবে দেশের মালিক। কিন্তু আজ দেশের মালিক দারোগা-পুলিশ অফিসাররা। যারা চুরি কইরা টাকা কামাইছে, আজ তারা মালিক। আমরা এ দেশ চাই না। চুরি করার জন্য জন্মাই নাই, মানুষের সেবা করার জন্য জন্মাইছি। একবার শক্ত করে গামছাটা ধরেন, আপনাদের সম্মান বাড়বে।
ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইলের সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাটাইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।