
নিজস্ব প্রতিবেদক:
আগামী সংসদ নির্বাচন নিয়ে আজ চারটি রাজনৈতিক দলের সাথে ভৈটখ করছে নির্বাচন কমিশন।
আজ রোববার (১৭ই জুলাই) আলোচনা শুরুর আগে এদিন সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে চায় কমিশন, এজন্য নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রয়োজন। সিইসি বলেন, বর্তমান কমিশন কোন নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসেনি। ভোটের মাঠের সহিংসতা বন্ধের দায় কমিশনের নয়, এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।
একইসাথে দ্বন্দ্বে না জড়িয়ে রাজনৈতিক যেকোন সংকট রাজনৈতিকভাবেই সমাধানের আহবান জানান সিইসি। চলমান সংলাপের জন্য নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।