
খোন্দকার আব্দুল্লাহ বাশার:
পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের চায়ের কাপের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুল্লাগাছা গ্রামে।
জানা যায়, উপজেলার কুল্লাগাছা গ্রামের গোলাম রব্বানির ছেলে জসিম উদ্দিন(৪০)। রবিবার সকালে ফসলি জমিতে সেচের পানি দেয়া টাকা নিয়ে বাক-বিতন্ডতা হয়। এ সময় ওই গ্রামের রজব আলী চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। একপর্যায়ে রজব আলী, তাঁর হাতে থাকা চায়ের কাপটি জসিমের মাথায় ছুড়ে মারে। এতে করে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।
এ ব্যাপারে জসিমের স্ত্রী বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। রজব আলী কুল্লাগাছা গ্রামের রহিম মন্ডলের ছেলে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক প্রসেনজিৎ মল্লিক জানান,এ সংক্রান্ত বিষয় নিয়ে একটা অভিযোগ হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে তদন্তের জন্য দেয়া হয়নি।