
ইসমাইল মাহমুদঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী নাহার চা বাগানের ৫নং লাইন থেকে এক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম মিঠুন রাজ বল্লভ। তিনি ওই চা বাগানের বাদল রাজ বল্লভ’র পুত্র।
পুলিশ জানিয়েছে, চা বাগান কর্তৃপক্ষ কর্তৃক খবর পেয়ে তারা আজ শনিবার উপজেলার সীমান্তবর্তী নাহার চা বাগানের ৫নং লাইন থেকে মিঠুনের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। লাশটি বাগানের একটি বাঁশের মাচার উপরে ছিল। লাশের শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কোপানোর আঘাত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির গণমাধ্যম কর্মীদের জানান, নিহত মিঠুন রাজ বল্লভের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মর্মান্তিক এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
ইসমাইল মাহমুদ
০১৭১৫১৭১৯৫০
০৯ জুলাই ২০২২