

মঞ্জুর আলী শাহ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কানারঘাটে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর সাইতাড়া ইউনিয়নের ফিরিঙ্গীর ঘাট হইতে তৃতীয় শ্রেনীর ছাত্র ভোলানাথ চন্দ্র এর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল তেঁতুলিয়া ইউনিয়নের কানারঘাটে নিখোঁজ হওয়া ভোলানাথ এর মরদেহ প্রায় ২ কিলোমিটার দক্ষিণে ফিরিঙ্গির ঘাটে ভাসতে দেখে একদল জেলে, পরে তারা স্থানীয়দের খবর দিলে স্থানীয় লোকজন নদী থেকে লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, চিরিরবন্দর তেঁতুলিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারের পশ্চিম তীরে তার নানা বাড়ী বেড়াতে এসে আত্রাই নদীর কানারঘাটে গোসল করতে নেমে ভোলানাথ নিখোঁজ হয়।
পরে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আনা ডুবুরী দল ৬ ঘন্টা চেষ্টা করে উদ্ধার করতে পারেনি মরদেহ। সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান বন্ধ করে ডুবুরী দল।