

ইসমাইল মাহমুদ :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ আভিযান চালিয়ে চুরি করার সরঞ্জাম ও চোরাই মালামালসহ দুই জনকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে শহরের ভানুগাছ সড়কের মেঘনা পেট্রোলিয়াম ডিপুর পাশে একটি নামবিহীন ভাঙ্গারীর দোকান থেকে দুই জনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ বিরাহিমপুর আবাসিক এলাকারে মৃত আমিন মিয়ার পুত্র আরিফ হোসেন (২৬) ও শহরতলীর মুসলিমবাগ এলাকার মৃত নুরুল মিয়ার পুত্র মোজাম্মেল হক (১৮)।
পুলিশ জানিয়েছে, আরিফের মালিকানাধীন নামবিহীন ভাঙ্গারীর দোকান থেকে গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত হাতুড়ি, লোহার শাবল, ডাই, রেঞ্জ, লোহার খাঁচা, তালা এবং চোরাইকৃত ফ্রেস ব্র্যান্ডের ৫শ’ মিলি ৫ বোতল ও ২ লিটারের ৩ বোতল সোয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার জানান, ‘আটককৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ চোরাইকৃত মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামসহ তাদের গফেতার করতে সক্ষম হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।