
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
অবশেষে ৯দিন পর আসামরাজ্যের নগাঁও পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে চুরি হওয়া একে ৪৭ রাইফেলের ৯০ টি রাউন্ড সতেজ গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার সন্দেহ ভাজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর চুরি হয়ে যাওয়া গুলি উদ্ধার করে। গত ৯ জুলাই নগাঁও থানার কনস্টেবল অরুণজ্যোতি শইকিয়ার বাড়ি থেকে নগদ টাকা, সোনা- রুপার গয়না এবং ৯০ রাউন্ড গুলি চুরি হয়। অতিরিক্ত পুলিশ সুপার দেহরক্ষী অরুণজ্যোতি শইকিয়াকে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করেছিলেন পুলিশ সুপার লীনা দোলের।
সোমবার রাতে ফৌজদারীপট্রির জলের ট্যাস্কের পাশে ফিরোজ খান (২৮) নামে চোরকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতারকৃত চোর কেন গুলি চুরি করেছে তা পষ্ট নয়। বতর্মানে নগাঁও সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরের কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া একটি কৃষ্ণ মূর্তি ও উদ্ধার করেছে পুলিশ।