
রাসেল সরকার, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট চামড়া বাজারে একটি ছাগলের চামড়ার দাম ৫ টাকা। একটি গরুর চামড়ার দাম ৩০০ থেকে ৬০০ টাকা। রবিবার (১০ জুলাই) চামড়ার হাটে এতো কম দামে চামড়া কেনাবেচা হয়।
হাট ঘুরে জানা যায়, বড় সাইজের ছাগলের দু-একটি চামড়া ৬ থেকে ১০ টাকা দরে বিক্রি হলেও ছোট চামরা বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি যেয়ে ৩০/৫০ টাকা দরে ছাগলের চামড়া সংগ্রহ করে বাজারে আনেন। আর বাজারে পাইকারদের নিকট বিক্রি করছেন ৫ টাকা দরে। সেক্ষেত্রে চামড়া প্রতি গাড়িভাড়া সহ শতভাগ লোকসান গুনতে হচ্ছে খুচরা ব্যাবসায়ীদের। তবে গরুর চামড়া বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে ৭০০ টাকা। এক্ষেত্রে খুচরা ব্যাবসায়ীরা কিছুটা লাভবান হচ্ছেন। তারা ২৫০ টাকা দরে চামড়া কিনে বিক্রি করছেন ১৫০/২০০ টাকা লাভে।
পবিত্র ঈদুল আযহার দিন দুপুরের পর কেশরহাট বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে চামড়া আমদানী শুরু হয়। আর শেষ হয় রাত ১২ টায়। একদিনের চামড়া বাজারে প্রতিবছর ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার লেনদেন হয়। কেশরহাট পৌর কর্তৃপক্ষ হাট ইজারা দেন। হাটে ছাগলের চামড়ার খাজনা ৫ টাকা, গরুর চামড়ার ২০ টাকা নির্ধারিত হারে আদায় করা হচ্ছে। উপজেলায় একটি মাত্র অস্থায়ী হাটে চামড়া কেনাবেচা হয়।
কেশরহাট বাজার পার্শ্ববর্তী বাকসৈল গ্রামের চামড়া ব্যাবসায়ী মো. আসাদুল বলেন, গরুর চামড়া ৫০০/৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫/১০ টাকা দরে। সাঁকোয়া গ্রামের আরেক চামড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, আমি ৩ টি গরুর চামড়া বিক্রি করেছি ২৩৩ টাকা দরে মোট ৭০০ টাকায়। তবে ছাগলের চামড়া গতবছর হাটে ২/৩ টাকা দরে বিক্রি হওয়ায় এবছর তিনি ছাগলের চামড়া কেনেননি।
হাট ইজারাদার পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. মহসিন আলী জানান, গতবছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম একটু ভালো রয়েছে। ৫০০/৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়া ৫/১০ টাকা দরে বিক্রি হচ্ছে।