
এনামুল কবির মুন্না, ছাতক, দোয়ারা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়েছে ১৪টি দোকান-পাঠ। রোববার ভোরে বাজারের উত্তর দিকের গলিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। ভোরে বাজারের উত্তরের গলিতে হঠাৎ করেই দুটি আগুনের লেলিখান শিখা দেখে চারদিকে লোকজনের দৌড়ঝাপ, চিৎকার-চেচামেচি শুরু হয়। এক পর্যায়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ১৪টি দোকানে।
স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রন করতে ব্যর্থ হন। অগ্নিকান্ডের খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই জালালপুর ব্রিজের ভাঙ্গায় আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছোট একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ১৪টি দোকানের মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। বাজারের আমেনা স্যানেটারী এন্ড পাইপসের সত্ত্বাধিকারী সায়েদ মিয়া বলেন, তার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৪০ লাখ টাকার। মেশিনারিজ পার্টসের দোকান মালিক তাজুল ইসলাম বলেন, আগুনে পুড়ে তার ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। একই ভাবে বাজারের ১৪টি বিভিন্ন শ্রেনীর দোকানে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন, ভোরে অগ্নিকান্ডের ঘটনায় দোকান গুলোয় আগুন লেগে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, দোকানঘর পূড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদেরকে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বলেন, জালালপুর এলাকায় ব্রিজ ভাঙ্গা থাকায় দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের পক্ষে দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান এই অর্থ সহায়তা প্রদান করেন।