
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
স্কুল শিক্ষকের কীর্তি ভাইরাল হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষককে। ওই শিক্ষক ফিল্মি কায়দায় হাঁটু গেঁড়ে ছাত্রীকে লাল গোলাপ দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর এই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে চাকরি খোয়াতে হল শিক্ষকের। ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের আসামরাজ্যের ধেমাজির দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কেন্দ্রে। এক ছাত্রীকে প্রস্তাব দেওয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়। ছাত্রী লাজুকভাবে শিক্ষকের কাছ থেকে গোলাপ ফুল নেওয়ার সময় যারা মোবাইল ক্যামেরায় দৃশ্যটি বন্দি করেছিল তাদের ও ৭ দিনের জন্য প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন শিক্ষক হাঁটু গেঁড়ে বসে একজন শিক্ষার্থীকে শ্রেনীকক্ষের হর্ষোল্লাসের মধ্যে গোলাপ দিচ্ছেন। ভিডিওটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। ভিডিওটি ভাইরাল হলে শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যবস্থা নেন।