
খোন্দকার আব্দুল্লাহ বাশারঃ
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের লাঠির আঘাতে পিতা আব্দুল মান্নান (৬২) মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের আমিননগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মান্নান ওই গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। তবে ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল পলাতক রয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানাযায়, পিতার জমি নিয়ে মফিজুল ও তার অন্য ভাইদের মধ্যে দুপুরে কথাকাটাকাটি শুরু হয়। সে সময় পিতা মান্নান বিষয়টি পরে সমাধান করা হবে বলে তাদের থামতে বলেন। উত্তেজিত হয়ে ছেলে মফিজুলের হাতে থাকা লাঠি দিয়ে পিতার মাথায় আঘাত করে । এতে ঘটনাস্থলেই মারা যান পিতা মান্নান।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পারিবারিক বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনায় অভিযুক্ত ছেলে মফিজুল পলাতক রয়েছে। আঘাত কে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।