

তোফাজ্জল হোসেন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১শত তিন জন উপকারভোগী সদস্যের মাঝে ৫ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনীতির মূললক্ষ্য গরিব-দুঃখী, মেহনতী মানুষের মুখে হাসি ফোটানো, তিনি চিন্তা করতেন-কীভাবে মানুষের উন্নয়ন হবে, ভালো হবে, জনগন কীভাবে সুখে থাকবে। শেখ হাসিনাও এসব চিন্তা করেন এবং জনগনের জন্য অনেক উন্নয়ন করেছেন। জনগন শেখ হাসিনার সাথে আছে। বঙ্গবন্ধু যেমন জনগনের বিশ্বাস রক্ষা করেছেন তেমনি শেখ হাসিনাও বিশ্বাস ও আস্থা রক্ষা করেছেন। যে কারণে আজকে বিরোধী দল নির্বাচনে আসতে চায় না। তারা সন্ত্রাস করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।
বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। এ সময় উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।