

গৌরনদী, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে শ্রদ্ধা, স্মরণ সভা ও দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা জাতীয় পাটির আযোজনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্নস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী। উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম আজিজ মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয পাটির সহ-সভাপতি সৈয়দ কামরুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক সরদার, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নিজামুল হক নান্নু, সাধারন সম্পাদক মো. ইলিয়াস হাওলাদার খোকন প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, এরশাদের শাসন আমল ছিলো বাংলাদেশের স্বর্ণযুগ। প্রত্যন্ত গ্রাম থেকে শহরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন এরশাদ। তাই বাংলাদেশের ইতিহাসে এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোখছেদ আলম।