
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আসামরাজ্যের বরাক উপত্যকায় জাপানিজ এনকেফেলাইটিসের ভয়াল থাবায় দুশ্চিন্তা দেখা দিয়েছে। করিমগঞ্জে দুইজনের মৃত্যুর কারণ জাপানিজ এনকেফেলাইটিস বলে নিশ্চিত হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। উদ্বেগ জনসাধারণের। রামকৃষ্ণনগরের নরেশ নাথ অনেকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকায় বাড়িতে নিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু বাড়িতে নিয়ে পৌঁছনো যায়নি। পথেই মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪৫ বছরের নরেশ নাথ। আরেক একজনের নাম বীণা বনিক। বাড়ি বদরপুরের শ্রীনগর কলোনি। জ্বর কমছিল না বলে ভর্তি করা হয়েছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে। সেখান থেকে নিয়ে আসা হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, দুইজনের পাড়াতেই ফগিং করা হয়েছে। ওষুধ যুক্ত মশারি ব্যবহারের ব্যাপারে এলাকাবাসীর মধ্যে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। একই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে জেলার অন্যান্য এলাকাতেও।