
জামালপুর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় জামালপুরে বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান, মার্কেট ও কাঁচাবাজার রাত ৮ টার পর বন্ধ রেখে সরকারি নির্দেশনা মানার আহবান জানানো হয়। সোমবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে দোকানগুলোতে ব্যবসায়ীদের সতর্ক করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ।
জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা থাকবে সেবাদানকারি প্রতিষ্ঠানসহ আরও কিছু দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠান।