
আল-আমিন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে নিখোঁজের একদিন পর এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাছে ঝুলন্ত থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম কাদের আলী মুন্সি ওরফে কাদের মুন্সি (৬২)। সে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, রোববার বিকেলে কাদের আলী মুন্সি গাভীর দুধ বিক্রি করার জন্য তুলসীপুর বাজারে যায়। দুধ বিক্রি করে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে থাকে। সারারাত বাড়ি না ফিরলেও সোমবার সকালে বাড়ির পাশে খোলা মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় মরদেহের পাশে দুধ বিক্রির জগ ও গরুর ওষুধ পড়েছিল। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কাদের আলীর পরিবার সূত্র জানায়, কাদের আলীর কোনো ছেলে সন্তান নেই। তাই তার দুই মেয়েকে সমস্ত সম্পদ লিখে দেওয়া হয়। এ নিয়ে ভাতিজা চঞ্চলের পরিবারের সাথে তার পারিবারিক বিরোধ দেখা দেয়। ধারনা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করেই কাদের আলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তারা আরও জানায়, কিছুদিন আগে, পারিবারিক বিরোধে চঞ্চল ও তার পরিবারের সদস্যরা কাদের আলীর গাছ কেটে নিয়ে গেছে। এ সময় তারা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে কাদের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে চঞ্চল ও তার পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।