
মোঃ আল-আমিন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের হাটচন্দ্রায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে পৌরসভার হাটচন্দ্রা এলাকায় সিদ্দিক, নূর ইসলাম,শামীম ও মৃদুলের বসত বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ বিল্লাল, খলিল, রুহান ও কামালের সশস্ত্র ক্যাডাররা। এ সময় ৪টি বসতঘর কুপিয়ে তচনছ করা হয়েছে। গভীর রাতে বোমের শব্দে কেপে উঠে পুরো হাটচন্দ্রা এলাকা। সশস্ত্র মহড়া ও বোমের শব্দে এলাকার নারী পুরুষ ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ঈদের আগে ফুটবল খেলা নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার খোরশেদ নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।