

আতোয়ার রহমান রানা, সুন্দরগঞ্জ, গাইবান্ধাঃ
ঈদে হোক সবার মাঝে খুশি আর বয়ে নিয়ে আসুক আনন্দ ও সমৃদ্ধি, গরীব কিংবা ধনী সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদুল আজহা আনন্দ কে ভাগাভাগি করে নিতে গাইবান্ধার চরাঞ্চলের বন্যাকবলিত অসহায় দারিদ্র্য পরিবার গুলো কেমন আছে এবং কেমন কাটবে ঈদ। এই সবের খোজ খবর নিতে জুম বাংলাদেশের সদস্যরা ছুটে যান চরাঞ্চলে।এবং সাথে নিয়ে যান ১০০ শত দুঃস্থ পরিবারের জন্য ঈদ সামগ্রিক।
শনিবার (৯ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে ১০০ শত অসহায় দুঃস্থ পরিবারে মাঝে জুম বাংলাদেশ টিম ত্রাণ সামগ্রী বিতরণ করেণ।আষাঢ়ের তাপদায়ক রোদে পুরে চরাঞ্চলের বানভাসি অসহায় পরিবার গুলো ঈদের আগে ত্রাণ পেয়ে আনন্দে আত্নহারা।এবং চোখে মুখে খুশির ছায়া যেনে আষাঢ়ের তাপদায়ক রোদ ব্রহ্মপুত্রে পানিতে মিছে একাকার।
অসহায় দুঃস্থ বানভাসিদের সাথে কথা বলে জানা যায়, ঈদের আগে কেউ তাদের সহযোগিতা করে নাই।এই প্রথম আজকে জুম বাংলাদেশ টিম কিছু ঈদ সামগ্রিক নৌকা যোগে চরাঞ্চলের পরিবার গুলোর হাতে তুলে দেন।
উক্ত ত্রাণ বিতরণে উপস্থিতি ছিলেন জুম বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক মো রাজিব সরকার, জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান প্রমুখ।