
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা খালের গোড়ার উত্তর পাশ এলাকায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকালে প্লাবিত হয়েছে এলাকাটি। এতে পার্শ্ববর্তী কয়েকটি মৎস্য ঘের তলিয়ে গেছে এবং বেশকিছু ঘরবাড়ী পানিবন্দি অবস্থায় আছে। দুপুরের জোয়ারের পানিতে আরো এলাকা প্লাবিত হবার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী।
৭নং ওয়ার্ডের সদস্য ওসমান গনি বলেন, চরামুখা খালের গোড়ার উত্তর পাশের বিল্লালের মৎস ঘেরের পাশের ওয়াফদার রাস্তাটি ভোর রাতে হটাৎ আড়াইশ’ হাতের মতো অতিরিক্ত জোয়ারের চাপে কপোতাক্ষ নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। এতে কয়েকটি মৎস্য ঘের তলিয়ে গেছে। অনেকের ঘরবাড়ী ভাঙতে শুরু করেছে। দুপুরের জোয়ারে আরো এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে, তারা বলেন- আপনার নিজস্ব উদ্যোগে আগে পানি বন্ধ করুন। আমরা বাজেট দিয়েছি, পরে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের উদ্যোগে ভাঙ্গন মেরামতের কাজ চলছে, তবে সে উদ্যোগ যথেষ্ট নয় বলে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী । তিনি আরও বলেন, দুপুরের জোয়ারের পানি ঢুকলে ভাঙনের পরিধি বাড়বে, ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে।