
নুরুল হোসাইন,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা নগদ ২০ লক্ষ টাকাসহ ০১ জন রোহিঙ্গা শরনার্থী আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।
১৫ ই জুলাই ২০২২ ইং তারিখ রাত ০৩ টা ৫০ ঘটিকার সময় নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক জানান, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সসহ উক্ত ব্লকে পৌঁছালে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। এসময় আই ব্লকের রোহিঙ্গা শরনার্থী হাজী সুলতানের ঘর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশীকালে রোহিঙ্গা নুর বারেক(২৫) এর দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করে ব্লক-বি,শেড এর মৃতঃ খলিলুর রহমান ছেলে নুর বারেক (২৫) ১০৪৬/২.৩, এমআরসি-৩২০৫৮ কে আটক করে এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আতকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।