
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাক-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর মাছের আড়ৎ নামক স্থানে ট্রাক চাপায় স্বামী, অন্তসত্ত¡া স্ত্রী ও সস্তান সহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। অলৌকিক নিহত মহিলার পেট ফেটে এক কন্যা সন্তান জন্ম হয়েছে। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৪২) তার স্ত্রী রতœা বেগম (৩০) ও কন্যাসন্তান সানজিদা (০৬)। জানাযায়, নিহত জাহাঙ্গীর আকিজ পার্টিকেল বোর্ডের ঠিকাদারের ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন।
ত্রিশাল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ গামী পিয়াজ ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ২০-৩৫৮০) পথচারিদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং অন্তসত্ত¡া মহিলার পেট ফেটে এক কন্যা সস্তান ভূমিষ্ঠ হয়। পরে ত্রিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং নবজাতক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। তিনি জানান, নিহত পরিবারের অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি সুস্থ্য আছে।