ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের৷ম পুরাতন রেলওেয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগাম রেলস্টেশন সংলগ্ন বটতলী রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, যুবকটি চার নম্বর প্ল্যাটফরমে হাঁটছিল। কর্ণফুলী ট্রেন ছাড়তেই ৩ নম্বার রেললাইনে গিয়ে ঝাঁপ দেন। এতে দ্বি-খণ্ডত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ’
চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (আরএনবি) আমান উল্লাহ আমান বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নিতে এখনো কেউ আসেনি।
“দেশবাংলায় প্রকাশিত সকল সংবাদ, ফীচার, কলাম, মন্তব্য, মত-অভিমতের জন্য কেবল মাত্র ভারপ্রাপ্ত সম্পাদককেই দায়ী করা যাবে”
ভারপ্রাপ্ত সম্পাদক : সাঈদুর রহমান রিমন, ই-মেইল: [email protected]
হটলাইন : 01757551144, সাধারণ বীমা ভবন (৫ম তলা), ২৪, ২৫ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০,
ফোন: ৪৭১১৪১৯৪, সংবাদ পাঠাতে: [email protected]
স্বত্ব © দৈনিক দেশবাংলা