

আল মামুন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে হাসান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটাপাড়া রেল গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মফিজ উদ্দনের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী জানান, সে নেশা খেয়ে রেল লাইনের উপর ঘুরাঘুরি করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আটাপাড়া রেলগেট অতিক্রম করে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।