
( খবরঃ অধ্যক্ষ পেটানো এমপি ফারুক চৌধুরীর পেটাপেটি স্বভাব বেশ পুরোনো)
ডাকসাইটে এমপি তিনি
তার কাছে ভাই দেশটা ঋণী,
বাহুতে তাঁর অঢেল শক্তি জমা
তাই করেনা কাউকে তিনি ক্ষমা।
রেগে গেলে ঝালটা মেটান
নেতা, মেয়র, টিচার পেটান,
লোক পেটানো পুরোনো তাঁর নেশা
পাবলিকে কয় এটাই তাঁর পেশা!
বিরোধী দলও এখন তাঁর দখলে
সেলাম ঠুকে সকাল বিকেলে সকলে,
এমপি তিনি- যাকে-তাকে যখন ইচ্ছে মারুক
চৌধুরীটা টাইটেল তার, মূল নামটা ফারুক!!
—–সজীব আকবর।