
ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় স্কুল শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম কে আহ্বায়ক ও মহাব্বত হোসেন মোল্লা কে সদস্য সচিব করে আজ রোববার ৫৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান ও সদস্য সচিব জামিল আহমেদ রাজু’র গত ১৫ জুলাই তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম,কমলেশ মন্ডল, উম্মে সালমা আফরোজ এলিজা, উত্তম মন্ডল, বিপ্লব মন্ডল, দেবাংশু তরফদার, হিমেল বিশ্বাস, অশোক দেবনাথ, পল্লব ফৌজদার, রজত চ্যাটার্জি, শহিদুল ইসলাম, তাপস মল্লিক ও শিল্পী রায়। কমিটির সদস্য হিসেবে মিলন মন্ডল, মিজানুর রহমান, জোতির্ময় ফৌজদার সহ ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হয়।