

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামীর উপর রাগ ও অভিমান করে গঁলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধু ।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার মাগুরাঘোনা গ্রামে।
নিহত গৃহবধুর স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার মাগুরাঘোনা গ্রামের বিশ্বজিৎ বৈদ্যে’র স্ত্রী শ্রাবনী(২০)ভারতীয় টিভি সিরিয়াল দেখার উপর খুব আসক্ত ছিলো।এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে শ্রাবনীর মনোমালিন্য চলছিলো। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় শ্রাবনী গৃহস্হলীর কাজ ফেলে টিভি সিরিয়াল দেখতে থাকলে তার স্বামী বিশ্বজিৎ বৈদ্যে বকুনী দেয়। এতে সে রাগে ক্ষোভে পরিবারের সকলের অজান্তে সুযোগ বুঝে নিজ শোয়ার ঘরের আড়ার সাথে দঁড়ি টানিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই এস,এম হাবিবুল্লাহ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।