

আমিরুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী প্রতিনিধি :
ঢাকাগামী যাত্রিবাহী বাসের চাপায় শেরপুরের নালিতাবাড়ীতে ঘটনাস্থলে লিটন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া (পাগলার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে বালুঘাটা বাজারের কাউন্টার থেকে নালিতাবাড়ী হয়ে ঢাকাগামী ‘হেভেন ক্লাসিক’ যাত্রিবাহী বাস নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে নয়াপাড়া পাগলার মোড় এলাকায় এলে রাস্তা পারাপাররত লিটন নামে এক যুবককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় লিটন। ওই এলাকার মৃত আলকাছ আলী ওরফে আলকাছ পাগলার ছেলে লিটন। আলকাছ ঈদের দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানায় এলাকাবাসী নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাস সহ চালককে ঘটনার পরপরই শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।