
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৮ বোতল অফিসার্স চয়েজ মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক উপজেলার বড়গোপটিলার আব্দুল মন্নাছের ছেলে কাজল মিয়া (৩৮)
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইন ও সহকারি বিট অফিসার এএসআই মো. নাজিম উদ্দিনের সহযোগীতায় উপজেলার ব্রাহ্মণগাও পাঁকা রাস্তার উপর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৮০ এমএল ২০ বোতল ও ৭৫০ এমএল ৪৮ বোতল অফিসার্স চয়েজ মোট ৬৮ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করেন।
শনিবার সকালে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ৬৮ বোতল বিদেশী মদসহ কাজল মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এসআই জাহাঙ্গীর হোসাইন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক কাজলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।