
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা সহ মদের চালান জব্দ করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল (১৭ জুলাই) সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে ‘অবৈধভাবে ভারত’ সীমান্তে প্রবেশ করে কয়লা সংগ্রহ করার দায়ে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার কেজি, ভারতীয় কয়লা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা। চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৬/৩-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে ১ হাজার কেজি, ভারতীয় কয়লা আটক করে।যার মূল্য ১৩ হাজার টাকা।’
‘বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে উপজেলার শ্রীপুর উনিয়নের পূর্ব লাকমা থেকে ১১ বোতল ভারতীয় মদ আটক করে। মূল্য ১৬ হাজার ,৫ শত টাকা। চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৪-এস এর নিকট হতে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ ও ১ বোতল বিয়ার আটক করেছ। যার মূল্য ৩০ হাজার ,২ শত ৫০ টাকা।’
লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৫ হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর থেকে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার আনুমানিক সিজার মূল্য ২৩ হাজার ,৮ শত টাকা।’
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।’