

চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে হেরোইনসহ কাবিল উদ্দিন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
গ্রেফতার মাদক কারবারি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
রোববার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার ক্ষিরপোতা মৌজার যৌতুক মোড়ে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ কাবিল উদ্দিনকে গ্রেফতার করেছে।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরো জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।