
মোহাম্মদ হোসেন, হাটহাজারী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার সামনে মহাসড়ক ঘেঁষে চলছে মেলা, মেলার কারনে গত তিন সপ্তাহ জুড়ে পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। করোনা মহামারিতে ভয়াবহ পরিস্থিতি চতুর্থ ঢেউ শুরু হয়েছে। করোনা ভয়াবহ আশংকা রয়েছে বলে জানিয়েছেন বিশেষগরা। এমন অবস্থায় বাধাবিহীন ভাবে চলছে মেলা কার্যক্রম।গত তিন সপ্তাহ যাবৎ মেলা চলছে,মহাসড়কে যানজট সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে নীরব ভুমিকা পালন করছে।
হাটহাজারী পৌর সদরে জেলা পরিষদের অডিটোরিয়াম চত্বরে বসানো হয়েছে এ মেলা। যেখানে ১০টি অধিক স্টল বসানো জায়গা আছে, সেখানে বসানো হয়েছে ২০টি অধিক স্টল। চট্টগ্রাম থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি রামগড় মহাসড়কের গাড়ি চলাচলের একমাত্র সড়ক। প্রতিদিনই যানজট সুষ্টি হচ্ছে। এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ নানা ওই মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন মেলার আয়োজকরা মাইকিং করে গ্রামের সহজ সরল লোকজনকে লোভনীয় অফার দেখিয়ে মেলায় নিয়ে আসছে। নিম্নমানের পণ্য সামগ্রী মেলায় বিক্রির অভিযোগ করেন মেলায় আসা ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের ক্ষেতে খাওয়া মানুষ গুলো সমাগম থাকে এই মেলায়। অভিযোগ উটেছে,স্টল গুলোতে সাজানো পণ্য গুলো ৫০% ডিসকাউন্ট বলা হলেও মেলায় পণ্য গুলো বিক্রি হচ্ছে উচ্চ দামে। হাটহাজারী উপজেলা হকার্স লীগের ব্যানারে এ মেলা চলছে বলে জানা গেছে। জেলা প্রশাপন থেকে মেলার অনুমোদন আছে কিনা জানতে চাইলে শ্রমিক লীগের দায়িত্বরা সাংবাদিকদের কোনো অনুমোদনের কপি দেখাতে পারেনি।
এদিকে, মেলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এর সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বলেন,আমি অনুমতি দিইনি এবং মেলার কারা করতেছে তাও জানি না এবং জেলা প্রশাসন থেকে অনুমতি নিলেও সেই কপি উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা সেটাও আমি পাইনি।