
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের লাশ দাফনের ১৯ মাস পর উত্তোলন করা হয়েছে। আব্দুল ওয়াহাব আইন উদ্দিন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দীর্ঘ দিনের থানা আ’লীগ এর সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌর এলাকার বীরনোয়াকান্দী গ্রামে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোন সংসার করেন নি।
আজ ১৯ ইং মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার বীরনোয়াকান্দী গ্রামের কবরস্থান থেকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে (সিআইডির) একটি টিম লাশ উত্তোলনের কাজে ছিলেন।
দীর্ঘ ১৯ মাস পর লাশ উত্তোলনের খবরে এলাকাবাসী ভীড় করেন কবরস্থানের আশপাশে। লাশ উত্তোলনের নেতৃত্ব দিয়েছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বতিশ্বর পাল।
জানাযায়, গত ২৫-১২-২০ ইং তারিখ শুক্রবার রাতে কটিয়াদী কিশোরগঞ্জ সড়কের আচমিতা জর্জ স্কুল সংলগ্ন সড়কে মাহেন্দ্র পিক-আপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আব্দুল ওয়াহাব আইন উদ্দিন গুরুতর আহত হন। মোটরসাইকেল চালকও আহত হয়েছিল। চালক বেঁচে গেলেও ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যান মারা যান।
এ ঘটনার দীর্ঘদিন পর মরহুমের ভাতিজা পৌর এলাকার বীরনোয়াকান্দী গ্রামের রফিকুল ইসলাম ৫ জনের নাম উল্লেখ করে ও আরো ৮/১০ জনকে বেনামী আসামি করে ৫-২-২২ ইং তারিখে কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং ২ এ একটি হত্যা মামলা দাখিল করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদি মরহুমের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ‘ আমার চাচা আইন উদ্দিনের মৃত্যু নিছক দূর্ঘটনা মনে হচ্ছে না। বাইকের চালক অক্ষত আছেন অথচ আমার চাচা মারা গেলেন বিষয়টি ভালো ঠেকছেনা আমাদের কাছে। আমি প্রবাস থাকায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা জানতে চাই।’
ঘটনাস্থলে থাকা জেলা সিআইডির সাব ইনিসপেক্টর মো. রফিকুল ইসলাম বলেন,’ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা শুরু করা হবে। ‘
লাশ উত্তোলনের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বতিশ্বর পাল বলেন, ‘ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। ‘