
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দারুস সালাম থানাধীন হরিরামপুর পারিবারিক কবরস্থানের সামনে মো. রুবেল (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে নগদ প্রায় ৩৬ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর ভাই মো. আলামিন গতকাল রবিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি অভিযোগ করেন, গত শনিবার দিবাগত রাতে তার ভাই ঘটনাস্থলে পৌঁছালে নিপুন খাঁন, মো. উজ্জল, মো. হোসেন, মো. সুমন, মো. লিমন ও মো. হিমেলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন রুবেলকে পুর্ব শত্রুতার জের ধরে মারধর শুরু করে। এর মধ্যে নিপুন খাঁন তার ভাইয়ের মাথায় ধারালো ছুরিকাঘাত করে। তিনি আরো জানান, পরে গুরুতর আহত অবস্থায় তার ভাইকে প্রথমে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করানো হলে ভুক্তভোগীর মাথায় ১৪টি, চোখের ভ্রুতে ৮টি ও ঠোটে ৬টি সেলাই দেয়া হয়। পরবর্তীতে রুবেলকে আরো উন্নত চিকিৎসার জন্য বেসরকারী গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে দারুস সালাম থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।