

শান্তনু হাজরা, দার্জিলিং ,ভারত:
পশ্চিমবঙ্গ টয়ট্রেন শহরের দার্জিলিং এর রাজভবন রাজ্যের রাজ্যপাল জগদ্বীপ ধনকর বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায় একই সঙ্গে প্রতিবেশী রাজ্যের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বৈঠক সারেন।
টানা তিন ঘন্টা ধরে এই বৈঠক চলে ,যা দেখে ভারতের রাজনৈতিক মহল গুরত্ব দিয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ করেছে।
এর কারণ মমতা বন্ধোপ্যাধায় সঙ্গে একাধিক বার রাজ্যের শাষণ ব্যাবস্থা নিয়ে রাজ্যের পালের সংঘাত দেখা গিয়েছে।
তবে এই বৈঠক নিয়ে মমতা বন্ধোপ্যাধায় জানান যে , “গোটাটাই সৌজন্য সাক্ষাৎ ছিল। এক কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে,ভালো লাগছে। আমি যখন কামাক্ষা সফরের গিয়েছিলাম তখন অসম সরকারও সাহায্য করছিল। আমার মনে হয় পাশাপাশি অবস্থিত দুটি রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। তাছাড়া আমরা অসমের সঙ্গে সীমান্ত ভাগ করি। অসমের অনেক মানুষ বাংলায় থাকেন আবার অনেক বাংলার মানুষও অসমে থাকেন। সেক্ষেত্রে দুই সরকারের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার।’ মুখ্যমন্ত্রী জানান অসমের মুখ্যমন্ত্রী তাঁকে সে রাজ্যের উত্তরীয় উপহার দিয়েছেন ৷ পাশাপাশি তিনিও বাংলার উত্তরীয় উপহার দিয়েছে অসমের মুখ্যমন্ত্রীকে ৷ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত থেকে শুরু অশোক স্তম্ভ বিতর্ক-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে ৷ কিন্তু তিনি জানান বৈঠকে এ ধরনের কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি এদিন ৷
অপরদিকে থেকে রাজ্যের রাজ্য পাল জানায় যে মুখ্যমন্ত্রী জণগনের প্রতিনিধি, সুশাষণ রাখা উনার দায়িত্ব । তবে রাজ্যে সিন্ডিগেট ও স্ক্যাম চলছে। এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাত দুই রাজ্যের মূখ্যমন্ত্রী উপস্তিথ ছিল।