
দিনাজপুর প্রতিনিধিঃ
হাজারো তরুণদের সংগঠন দিনাজপুর ব্লাড ফাউন্ডেশন ও দিনাজপুরের খবরাখবর ফেসবুক গ্রুপের গ্রুপের যৌথ আয়োজনে আজ দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে রক্তদাতা বৃদ্ধিকরণে আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে শহরে র্যালি বের করা হয়,পরবর্তীতে প্রেসক্লাবের হলরুমে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসি বাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, অরবিন্দ শিশু হসপিটালের সাধারন সাধারন সম্পাদক শামিম কবির,বাংলা টিভি ও দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মন্জুর আলী শাহ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার শহিদ মাহবুব হিরু।
প্রধান অতিথি জনাব সূজন সরকার বলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন ত্যাগ নিজের রক্ত অন্যকে দান এমন রক্তবীররা কখনোই বিপদে যেতে পারে না,
আমার বিস্বাস আগামীতে এমন রক্ত বীরদের সংখ্যা শত পেরিয়ে পেরিয়ে কয়েক হাজারে রুপ নেবে।
২০২০ সালে জন্ম নেয়া সংগঠনটি বিগত ৩ বছরে ২৩০০ তম রক্ত দেয়া উপলক্ষে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কেক কেটে উপস্থিত সকলদের অপ্যায়ন করান।