

স্টাফ রিপোর্টার, রাজশাহী :
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগমারা উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামিকাল শুক্রবার (১৫ জুলাই) সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে উপজেলা সদর ভবানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় তোরণ, গেইট, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে শক্তিশালী করতে কৃষকলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিটি নির্বাচনে কৃষকলীগ আওয়ামী লীগের প্রাণশক্তি হিসেবে কাজ করে থাকে।
বাগমারায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় কৃষকলীগ এগিয়ে নিয়েছেন সাংগঠনিক কার্যক্রম। ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাগমারায় কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। তিন বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক কমিটি দিয়েই চলে ৯ বছর। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহসিন আলী।
উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, প্রতিটি সংগঠনের জন্য নির্দিষ্ট সময়ে সম্মেলন হওয়া গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে কমিটিতে নতুন নেতৃত্বের আগমন ঘটে। নতুন নেতৃত্ব সংগঠনে গতি সঞ্চার করে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহসিন আলী বলেন, দীর্ঘ সময় কৃষকলীগের সম্মেলন না হওয়ায় সংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেছে উপজেলা কৃষকলীগ। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন আঙ্গিকে এগিয়ে যাবে। সকল ভেদাভেদ ভুলে নতুন নেতৃত্বের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবে।