
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামে একটি গরুর গর্ভে দুই মাথা বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুরের জন্ম হয়েছে।বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় করছে।
গতকাল সোমবার রাতে সাড়ে ১১ টার দিকে উপজেলার আব্দুলপুর গ্রামের এমদাদুল হকের গরুর দুই মাথা বিশিষ্ট বাছুর জন্ম দেয়।
গরুর মালিক এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাসায় ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গতকাল সোমবার রাতে গরুটির প্রসব ব্যাথা শুরু হলে স্থানীয় মিল্ক ভিটা কোম্পানির সহকারী পশু চিকিৎসক মোবাস্বর আলী শাহ কে ডেকে এনে গরুটিকে বাচ্চা প্রসবে সহায়তা করি, বেশ কিছুক্ষন চেষ্টার পর একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি শরির একটা হলেও মাথা দুইটি।
জন্মের পর বাছুরটি সুস্থ আছে তবে মাথা তুলে খেতে পারছে না।বাছুরটি দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতে শুরু করে।
বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তেই থাকে।
ভেটেরিনারি পল্লিচিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ বলেন,আমি এ গাভিটাকে জার্সি জাতের বিজ দিয়েছিলাম।গতকাল বাছুর জন্মের সময় আমি যখন বাছুর টা খালাস করে বের করতে গেছি তখন দেখি দুই মাথা আলা বাছুর । আমি সুন্দর করে বাছুর টা গাভিটির পেট থেকে বাহির করি বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না বাছুর টি মারা যেতে পারে।