
ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের তীররক্ষা বাঁধ নির্মান কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানবন্ধন করেছে নদ তীরবর্তী বামনডাঙ্গা ইউনিয়নের মানুষ। রবিবার দুপুরে নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির ব্যানারে উপজেলা পরিষদের সামনে কেবি মহাসড়কে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে।
বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নদীভাঙন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, উপজেলা যুব সংহতির সভাপতি সফিকুল ইসলাম মানিক, প্রভাষক আজিজুল হক রানা, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রবি, সাজেদুল ইসলাম স¤্রাট, সাদিকুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, ঠিকাদাররা দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মান কাজ নামমাত্র শুরু করে আবার বন্ধ রাখে। গত ১২ জুন নদের পাড়ে এ ব্যাপারে মানববন্ধন করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। ফলে এবারে বামনডাঙ্গার নামাইল্যা ও মালিয়ানীতে বাঁধ ভেঙ্গে বন্যা ভয়াবহ আকার ধারন করে। ভেঙেছে ফসলি জমি, বসতবাড়ি, মসজিদসহ বেশকিছু স্থায়ী স্থাপনা। এখন কাজ চললেও তা অত্যন্ত ধীরগতিতে। তাই ভাঙ্গন রোধে তারা দ্রুত তীর রক্ষা বাঁধ নির্মান কাজ সম্পন্নের দাবী জানান।