

দেশবাংলা স্পোর্টস ডেস্ক:
পেটের পেশির চোটের কারণে উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনাল ম্যাচের আগেই সরে দাঁড়ালেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। টেলর ফ্রিৎজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীনই পেটের পেশির চোটে কাবু হয়ে পড়েছিলেন তিনি। শেষপর্যন্ত হাল না ছেড়ে ম্যাচটি জেতেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ম্যাচের পর নাদাল নিজেই বলেছিলেন, নিক কিরগিয়সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারবেন কী না তা নিয়ে সন্দেহ রয়েছে।
নাদাল নিজেকে সরিয়ে নেওয়ার পর যাবতীয় আকর্ষনের কেন্দ্রবিন্দুতে এখন নোভাক জকোভিচ। সেমিফাইনাল যুদ্ধে তাঁর সামনে ব্রিটিশ তারকা ক্যামেরন নুরি। কঠিন প্রতিপক্ষ মোটেই নয়। গত বছর দু’জনে শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে স্ট্রেট সেটে জিতে যান সার্বিয়ান তারকা। তবু শুক্রবারের লড়াই নিয়ে জকোভিচ জোর দিয়ে বলতে পারছেন না জিতবেনই। কারণ, ঘরের মাঠে খেলতে নামবেন নুরি। বহুদিন পরে উইম্বলডনের ইতিহাসে কোনও ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে খেলতে দেখা যাবে। তাই ঘরের ছেলেকে সেন্টার কোর্টে উৎসাহ দিতে কোনও খামতি থাকবে না।