
মোঃ নেসার উদ্দিন, দেবিদ্বার (কুমিল্লা):
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের আবু কালাম এর ছেলে রিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। উভয়ই নূরমানিকচর সরকারি এ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়ণরত।
একই বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে শিশু জুনায়েদ পানিতে ডুবে যায় এসময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়।
তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। শুনেছি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটি পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানালে বিস্তারিত তথ্য খোঁজ নিয়ে দেখবো।