
নেছার উদ্দিন, দেবিদ্বার (কুমিল্লা):
কুমিল্লার দেবিদ্বারে যেন কমছেই না কিশোর গ্যাং এর দৌরাত্ম্য।
উপজেলা জাফরগঞ্জে মাসুদ রানা রুবেল(২৩) নামে এক যুবকে বাজার এলাকায় হাতুড়ি, রড দিয়ে মারধর করে মৃত ভেবে ফেলে রেখে বীরদর্পে চলে যায় ওই কিশোর গ্যাং।
এদের শেল্টার দিচ্ছে কে? কে এদের নেপথ্য গডফাদার? রুবলে কথা বলার অবস্থায় আসলে বিস্তারিত জানা যাবে??? ততক্ষণ সাথেই থাকুন। চোখ রাখুন দেশবাংলায়।

