

তোফাজ্জল হোসেনঃ
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় ১০ জুলাই(রবিবার) রেলপথ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো.নুরুল ইসলাম সুজন এমপি সকালে তাঁর নির্বাচনী এলাকা দেবীগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজ আদায়ের আগে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। মন্ত্রী তাঁর শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত মুসল্লিদের কাছে দেশ জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেন। তিনি মক্কায় অবস্থানরত সকল হাজিদের জন্য সবার কাছে দোয়া চান। মন্ত্রী মহোদয় এলাকার উন্নয়নে তার সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে সবাইকে বৈশ্বিক মহামারি করোনা সম্পর্কে সচেতন থাকার আহবান জানান। মন্ত্রীর সাথে তাঁর ছেলে কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ,স্থানীয় আওয়ামী লীগ,ছাএলীগ,যুবলীগ নেতাকর্মীবৃন্দ,জনপ্রতিনিধি,প্ রশাসনের কর্মকর্তা সহ সর্ব স্তরের হাজার হাজার মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।